ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
স্রষ্টার হৃদয়ের গোপন কুঠুরিতে,
কবিতার জন্ম কোনও এক অবচেতন ক্ষণে।
মান-অভিমান, সুখ-দুঃখ আর
প্রেম-বিরহ, ভালবাসা, অনন্য রসদ কবিতার।
কবির কলমেই কবিতার সৃষ্টি, কলমের কালিই তার দৃষ্টি।
কবিতা হোক জীবনের জয়গান দুঃখ, যন্ত্রণা ভুলে বাঁচার সোপান।
কবিতা হোক প্রতিবাদের ভাষা নিরাশা, হতাশা সরিয়ে সকল আশা।
কবিতা হোক অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের অস্ত্র,
কবিতায় উদ্ভাসিত হোক দেশপ্রেমের মন্ত্র।
কবিতা হোক সৌন্দর্যের প্রকৃতি
দূরীভূত হোক সমাজের যত বিকৃতি।
কবিতায় থাকুক প্রাণ, কলমে গাও বেঁচে থাকার জয়গান।
যত বড়ই হোক, জীবনের কঠিন বাস্তবতা
লিখে যাও হৃদয়ে, এ জীবনের কবিতা।
যা পড়ে সকলে যাবে শিখে বাঁচার গান,
এই হোক কবিতার আর এক নাম।