ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
কবিতা, তোমায় দিলাম সব ভালবাসা,
অনুভূতির এলোমেলো কিছু অক্ষরমালা।
তোমাকে পড়ে, অনেকেই হয়তো ভুলে যাবে,
তবুও থেকে যেও তুমি পাশের কবিতায় মেখে।
কবিতার কথা কে-ই বা মনে রাখতে চায়,
মনের আর ভাবের কতটুকুই বা আছে কদর।
অথচ কবিতাই যে একমাত্র মনের ভাষা,
খুব সহজেই যেন তাকে সাজিয়ে ফেলা যায়।
কথোপকথনে যা প্রকাশ করা খুব কঠিন,
মনের আঙিনায়, শুধু হতাশায় ভেসে বেড়ায়।
জমে থাকা অজস্র ব্যথার কিছু ঘন মেঘ,
মাঝেমাঝে বিগলিত হয়ে ঝরে পড়ে বৃষ্টিধারায়।
কবির মনকে বুঝেছ শুধু তুমি-ই প্রতিদিন,
তোমার পাশে বসে কেটে যেতে থাকে সময়।
কবিতা, তোমার যা চাহিদা মেটাবে কবি তা,
কবির অবশিষ্ট যা কিছু আছে সব তোমার।