ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
নতুন ভোরে রবির আলো উঠল ফুটে,
আলোয় আলোকিত সারা জগৎ।
আলো শুধুই যেন আলো।
পাখির কিচিরমিচির ডাকে
তারা জানিয়ে দিচ্ছে,
ওঠো এবারে ওঠো সবাই,
দু’চোখ মেলে চেয়ে দেখো
এসেছে আবারও এক নতুন দিন।
নতুন ভাবে সেজে উঠবে,
সকলের সুখ-দুঃখের জোয়ার ভাটা।
প্রতিদিন আবারও ফিরে আসবে
আরো এক অজানা নতুন দিন।