ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
নিখুঁত রোদ্দুরে সেজে ওঠে
পুজোর আঙিনা
শিশিরক্ণা আঁকেনি সিঁদুরে টিপ
ব্যধিতে আটকে আছে
ঘর সাজানো গান
শিউলির ঘ্রাণে
উড়ে বেড়ায় পুজো সংখ্যার প্রচ্ছদ
জ্বর আসেনি আবার ...
পাড়ায় পাড়ায় ঈশ্বরী বন্দণা
মায়ের মুখের হাসি
শিশির জ্বলজ্বল করে আছে
কোল পেতে ঈশ্বরী।