ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
বালিয়াড়ি মধ্যে ঝিনুকের পরে থাকা
যাপন তাগিদের অনুশীলনের মত,
ভোরের আলোয় চোখ মেলে তাকিয়েছি
একরাশ অভিমানে ভালোবাসা রুদ্ধ হয়েছে যখন,
হাতের উপর হাত সূর্য পুড়িয়ে দেয় ত্বক
মন খারাপের ঘাসেরাও মাথা নিচু করতে জানে
মাটির গভীরে জমে থাকে লাভা
অপেক্ষার প্রত্যেক বিন্দুতে আমরা
তবু আকাশ লিখে রাখি,
কোলাহলে পড়ে থাকে কলম-
ছুটে চলে থাকা সব তোরা হঠাৎ বধির
অগত্যা অবক্ষয়ে যন্ত্র আশ্রয়,
তবুও শুকতারা দিক পরিবর্তন হয় না আজও
বেলের গন্ধ পুড়িয়ে সাঁঝবাতির সাজ
নিশ্চুপে প্রতীক্ষারত থেকে যায়,
কোমলগান্ধার একটা প্রেমে একটা
কামনাহীন কবিতা হয়তো
কখনো কখনো এভাবেই জন্ম নেয়।