ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
কয়েকটি তাৎপর্যপূর্ণ ঢেউ
এদিক-ওদিক ছোটাছুটি করছে
দূরতম শব্দের ভিতর,
আমরা গড়িয়ে পড়ছি—
প্রকাণ্ড স্নায়ুর সামনে অগণিত সূচ
আমাদের আস্তানায় অন্ধকারের প্রচ্ছন্ন শরীর
নিতান্ত বিঃস্বাদ এই পৃথিবীতে
লক্ষকোটি গ্রাস কেড়ে নেওয়ার পর,
তোমার দাঁতগুলো নিজের জিহ্বাকে কামড়ায়?