ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
আমার আটচালা জুড়ে তোমার ঘ্রান
নীলাভ পুরুষ তুমি আনন্দরঙের বাড়ি করে দেবে বলে
সেই যে পড়ন্তবেলায় পালিয়ে ছিলে
পিছনে অপেক্ষায় তোমার শীতের পরের আকাশ ।
তারাদের কাছে সে গতির খতিয়ান,
চেপে ধরা আগুন আর শান দেওয়া ছুরি
ফিরে পেয়েছে আগের জৌলুস
জলযানের মতো প্রশ্রয়ে পাশে ছিলাম ।
কথারা সংকেতকে অগ্রাহ্য করার শক্তি রাখে,
বুক থেকে পায়ের পাতা পর্যন্ত আলগোছে
গুণটান বুঝে অনুমতি দিয়েছিলেম
আজও তেমনি উড়ে যাচ্ছো বোতামে অথবা
অবিশ্বস্ত ভোরে।