ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
হিংসার কালো পতাকায় ঢেকেছে পৃথিবী;
দূষনে দূষণে ছেয়ে আছে চারিপাশ.....
বাতাস হয়েছে ভারী; কঠিন প্রশ্বাস -
পিঙ্গল আকাশ আনে মৃত্যুর ই ইঙ্গিত!
দুর্যোধন ,শকুনিদের বাড়ে আত্মবিশ্বাস ।
অন্ধ ধৃতরাষ্ট্র আজও গোণে লাশ.....
কর্ণ নামক বাসনার এতই প্রতাপ;
পঞ্চেন্দ্রিয় নিষ্কর্ম -পঞ্চপান্ডবের সন্তাপ!
দুর্ভাগা দেশে উদযাপিত হয় ধ্বংসের দিন।
প্রাণপণে লড়তে হবে;এ যে জন্মভূমির ঋণ!
মাটি খুঁড়ে প্রথিত করো আমার রক্তাক্ত হৃদয়!
শাখাপ্রশাখা নিয়ে ঠিক হবে উদ্ভিদের উজ্জীবন—
তার ডালে শাদা পায়রারা করবে দিনযাপন!
সখা কৃষ্ণ, যেন এ হৃদয়ে থাকে তোমার বাস।
সঞ্জয় শুনিয়ে যান অন্ধ রাজাকে বর্তমান সর্বনাশ॥