ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
কে জানি, আমার হাত ধরলো
বোঝার আগেই মিশে গেল মানুষটা ভিড়ে
এভাবে কতশত মানুষ এসে যায়
আর গান গায়
ছায়াতলে
অনিবার্য হারিয়ে যাওয়া মিশে যাওয়া
মানুষটা আমার বন্ধু ছিল।
কতদিন কথা না বলে বলে
মায়াটা কেটে যাচ্ছে
এখন হাত ধরাধরি নেই
আমিও ভুলে যাই
নিত্যদিনের খোঁজ খবর।
বিশ্বশূন্যে সবাই হারিয়ে যাওয়ার জন্য আসা।