ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
অযুত বর্ষ হেঁটে এসে আজ, হে আমার ভারতবর্ষ,
দাঁড়িয়ে আছো যেন কি এক প্রশ্ন চিহ্নের মাঝখানে!
তোমার মানদন্ড তুমি তো নিজেই, হে মহান প্রাচ্যভূমি!
তাকিয়ে দেখেছে পাশ্চাত্যের দেশ অনন্তকাল হতে।
উপনিষদের বাণীময় ধারা, প্রাজ্ঞ ঋষি তাঁরা মন্ত্র দ্রস্টা,
বেদ বেদান্ত বেদাঙ্গ লিখেছেন, বিধান দিয়েছেন মনু।
আশ্রম ছিল বনে উপবনে, ছিল গুরুকুল ধারা শিক্ষা,
শেখানো হত দয়া ধর্ম, দান ধ্যান, ত্যাগ ও তিতিক্ষা!
তোমার সাধনা বিশ্বমানবের পূর্ণ শক্তির পরম উপলব্ধি,
সকল জনেরে আপন ভাবিতে তোমার চিন্তার মহান ব্যপ্তি
সকলের সাথে সকলে মিলে ঈশ্বরে হয়ে যুক্তাত্মা
আপন করেছ বিশ্বেরে তুমি হে মহান ভারত আত্মা।
এই জগত ছিল ঘুমন্ত মাত্র জাগেনি তখনও কোন সংবেদ
লেখা হয়েছিল পরম পবিত্র ঋক সাম যজুর্বেদ।
ছয় শাস্ত্র আঠারো পুরান একশ আট উপনিষদ,
হে ভারতবর্ষ তুমি মহান তুমি সভ্যতার জীবন বেদ।