ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
চাঁদ আমাকে টানে না আর মাঝে মাঝে মনে হয়
সে যেন হয়ে গেছে বিগত কোন দিন,
চোখাচোখি হয়ে গেলে হঠাৎ মনে হয় খসে পড়ার আগে
ঝুলে আছে সুপারি গাছের ডালে।
নদী আমাকে টানে না আজকাল যে উদ্দাম যৌবন আমি ভালবাসতাম
সে যেন বুড়িয়ে গিয়েছে বড় তাড়াতাড়ি,
এখন দেখি শ্যাওলা আর কচুরিপানায় ভরা তার সংসার।
মাছরাঙ্গা আর পানকৌড়ির ডানায় ভর দিয়ে যে গল্প সে পাঠাতো আমাকে তা আর পাইনা,
স্বপ্ন দেখিনা বহুদিন এখন প্রতি রাতে স্বপ্নের নামে
কতগুলো অস্পষ্ট ছবি ঘুরে বেড়ায় চোখের সামনে,
ঘুম ভেঙে ভাবি কি দেখলাম জীবন কাটছে ঠিকই কেটে যায়
তাই প্রেম নেই মোহ নেই স্বপ্ন নেই