ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
জীবন মানে প্রাণ অফুরান
জীবন মানে প্রহর গোনা।
জীবন মানে আশা-নিরাশা,
জীবন মানে সুর-মূর্ছনা।
জীবন মানে এগিয়ে চলা
নাইকো দাঁড়ি সেখানে
মাঝে মধ্যে পড়লেও কমা,
এগিয়ে যেতে সে জানে।
কখন জীবন ফুলের বাগান,
কখন আবার ভরা কাঁটা।
কখন সে দেদার রঙিন,
কখন আবার সাদা-মাটা।