ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
রবি ঠাকুর রবি ঠাকুর শুনছো আমার কথা?
তোমায় ছাড়া বল কাকে জানায় মনের ব্যথা।
ইচ্ছে করে তোমার মত লিখব অনেক ছড়া
উপায় তো নেই, লিখব কখন?কেবল পড়া পড়া।
শনি রবি দুদিন ছুটি তাতেই বা কি হলো?
নাচের ক্লাস ড্রইং ক্লাস যেতেই হবে বলো!
তুমিতো আর ইস্কুলেতে যেতে না আমার মতো
তাই তো তুমি লিখতে ছড়া যখন ইচ্ছে হতো।
বল না মাকে আমায় যেন স্কুলে না আর পাঠায়
সত্যি বলছি লিখব ছড়া তখন পাতায় পাতায়।