ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
মাপ করো গো রবি ঠাকুর
জানি না এ কোন বাংলা!
সোনার নামে ডাকতে তুমি
আমরা চির হ্যাংলা।
বাংলা ভাষার জন্য লড়াই
কত ভাইয়ের রক্ত...
আজকে দেখি সব থেকে গো
জনশ্রুতির ভক্ত।
কোনটা ঠিক আর কোনটা বা ভুল
ঠাকুর তুমি জানতে?
তবুও কেন ভাঙল ওরা
পারবে কি আর গড়তে?
সোনার বলে আর কি করে
বাংলাকে আর ডাকব?
কোথায় আমার বাংলা মাগো?
কোন ভাষাতে ভাবব?
যেই ছেলেরা প্রাণ দিয়েছে
দিল দেশকে রক্ত।
সত্যি করে বলো ঠাকুর
তারাও তোমার ভক্ত?
তারা কিন্তু চায়নি ঠাকুর
স্বর্ণছাড়া বাংলা।
তোমার মূর্তি গড়বে আবার
ভাববে কি আর বাংলা?
বাংলা নামক সেই প্রদেশে
নাই বা তুমি থাকলে
হৃদয় জুড়ে রবি ঠাকুর
নতুন করে বাঁচলে।
সোনার বাংলা চেয়েছিলে
সোনার ছেলে চাওনি
আমরা তো তাই মাতৃভক্ত
মানুষ কিন্তু হইনি।