ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ক্ষমা করে একবার দেখে নিতে - আর হয় কিনা
বিফলতা ঝেড়ে ফেলে উত্তরণে – আমিও তো পারি
পরাজয় সয়ে সয়ে জড়বৎ তখন কাঙাল
মরার ওপরে খাড়া একসুরে তুমিও সামিল।
সাহস দিলেই হতো সে জীবনে অক্সিজেন পাওয়া
ভুল পথে না বাড়িয়ে পা দুখানি সোজাপথে ফেলা
দুষ্টচক্র দূরে রেখে নিতে পারি আমিও শপথ
এক গোঁ-তে শক্ত থেকে অবক্ষয় দিন গুনে গেলে।
দাঁতে দাঁত চেপে রেখে মনকষ্ট গভীর গোপনে
আমি পারি, পারি আমি করে চলি নিজেকে যাচাই
অসীম করুণা করে আজও খোঁজ রেখে চলো শুনি
হয়তো ওতেই জোড় শক্ত হাতে বাঁধা ছিল দড়ি।
হয়তো মনেই ছিল মন জুড়ে জবাবী ভাষণ
গহীন আঁধার থেকে মূলস্রোতে ফের ফিরে আসা
যখন এসেছি ফিরে দেখা হল এয়োতির বেশে
সঠিক সময় জ্ঞানে গা মেলানো তুমি সাধারন।
তবুও জেনেছি আমি অবসরে আজও খোঁজ রাখো
তুমিও স্রোতের কুটো হাতে তিন অবসর প্রেম।