ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
এখুনি দেখাতে পারি
ফাঁকা মাঠ
শূন্য বুক
খালি পড়ে থাকা খাতা
বিষন্ন পথঘাট
আর না বলা কত কথা।
দেখাতে পারি
সংসারে সেলাইয়ের দাগ
বাড়ন্ত চালের হাঁড়ি
অদৃশ্য মন কষাকষি
ছেঁড়া সুখের টুকরো
আর খরচ হয়ে যাওয়া
স্নেহ-ভালোবাসা।
শুধু দেখাতে পারবো না
পুরানো আনন্দ
ভগ্ন সঙ্গীত
আর পুড়ে যাওয়া যাত্রাপথ।
কারণ আমি তো হাঁটতে শিখিনি।