ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
কখনও কখনও হঠাৎই আমাদের জীবনে এমন একটা মানুষ আসে যাদের নিয়ে একটা গোটা গল্প হয়ে যায়।
মন খারাপে খোঁজ নেওয়া হয়, মন ভালো করার চেষ্টা করা হয়, কারণে অকারণে ঝগড়া হয়, অভিমান হয়, কান্নাকাটি হয়, রাগ ভাঙানো হয়, মন ভালো করা গান dedicate করা হয়। শুধু সেই সম্পর্কের কোনো নাম হয় না।
বলার আগেই এই মানুষগুলো বুঝে যায় আমরা কী ভাবছি, কী চাই, আমাদের মেজাজ টা ঠিক কেমন, আমরা সত্যি কথা বলছি তো!
কখনও কখনও আমাদের সম্পূর্ণ ঘেঁটে যাওয়া জীবনে এমন এক একটা মানুষ আসে যে আমাদের জীবনটাকে আবার ঠিক আগের মতো সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তোলে, মেরুদন্ড শক্ত করে মাথা উঁচু করে সবার প্রথমে নিজেকে ভালোবাসতে শেখায়।
আর তারপর জীবনের কোনো এক স্টেশনে এসে হারিয়ে যায়। আমরা না পিছু ডাকতে পারি, না সাথে নিয়ে চলতে পারি। কেবল অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। মানুষটা রওনা দেয় অন্য কোনো স্টেশনের উদ্দেশ্যে...