ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
শীতের কুয়াশায় ঢেকে গেছে পৃথিবীর এ মন
আঁধারে শীতের রাতে আকাশের ও তলে সকল মানুষ জন
হিংস্র রোদ এসে পরে সকালে
জীবনের সকল স্মৃতি এই তরু বৃক্ষের তলে
মাঠের উপর দিয়ে উড়ে চলা কয়েকটি শালিকের ও ছানা
দিনের উজান রোদে ঢোলে পরা যতদূর আকাশ
মিলিয়ে গেছে একের পর এক পাখিরও ডানা
শীতে সকালে পৌষেরও বাতাসে
দূর হতে দূর মিলিয়েছে কোন এক আগামী দিনের আকাশে
পানকৌটি চুপ সারে ডুব দিয়ে জলে
শীতের শত কুয়াশা জমে আছে
কোন এক তরু বৃক্ষের তলে।
মাঝে মাঝে দেখা যায় প্রান্তিকের জোৎস্নায় তারা
দেখিলাম চেয়ে আঁধারের ঐ শীতল স্রোতের ধারা
একাকারে মিলিয়ে যায় তবুও প্রাণের ধারা
মেঘের শরীর ভেদ করে আসে
দুপুরের হিংস্র রোদের আলো
দূর হতে দূর দেখা যায় কোন এক পাখির বাসা
শীতের রাতে কেমনে আছে তারা
যখন অন্ধকারে ছেয়ে গেছে চারিদিক হয়েছে কালো
সকালের একরাশ কুয়াশা যায় ভরে
মিশে যায় একরাশ মুগ্ধতার তলে
তবুও আজও শীতের কুয়াশারা ভিড় করে
তরু বৃক্ষের তলে॥