ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
আমাকে যারা তুলে এনেছে
তাদের চিনতে পারিনি,
কালো কাপড়ে মুখ ঢেকে
ওদের আগ্রাসী ফিসফিস শুধু শুনি...
ক্ষুধার্ত ক্ষিপ্রতায় আমার মুখে গুজে দেয়া ওদের কাপড়
মুহূর্তে শুষে নেয় আমার চিৎকার ধ্বনি!
সে কী উল্লাস তখন ওদের, তূরিয়ানন্দে শীৎকার।
কালো কালির মত অন্ধকারে উন্মত্ত সব,
একে একে খেলছে বিকৃত বিকার...!
আমার উলঙ্গ শরীর যেন
এক দঙ্গল কাপুরুষের শ্রেষ্ঠ ও আশ্চর্য শিকার...!
আমার যাবতীয় ছিদ্র-পথ ততক্ষণে রক্তগঙ্গা,
সযত্নে লালিত মানবী শরীর ছিঁড়ে খাওয়া ক্ষত বিক্ষত।
আমি তো কিছুই করে যেতে পারিনি,
না প্রতিরোধ না প্রতিশোধ, আমি নিহত গোলাপ
তোমাদের কাছে রেখে গেলাম তাই নালিশ...
যদি পারো শাস্তিটা তোমরাই দিও,
মানুষ তো এখনও কিছু আছে,
আছে সত্যি পুরুষ।
এই বিশ্বাস এখনও আমার শিয়রে জাগ্রত অর্হনিশ...!