ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
অনেক গাছে ফুল ফোটেনা কভু
কাঁটা নিয়েই ভুলে থাকে তারা।
কিছু ফুল না ফোটাই ভালো
গোলাপ নাহলে হবে যে বাস্তুহারা॥
বহু সম্পর্কেও পূর্ণতা ঘটেনা
না পাওয়া গুলো মনে থাকে চিরকাল।
সব প্রেমে কি মিলন হতে আছে?
কবিতা তাহলে বিলুপ্ত হবে যে কাল!
কত কথা না বলাই রয়ে যায়
হারিয়ে যায় হাজারো কথার মাঝে।
কিছু মিথ্যেকে সত্যি ভাবাই ভালো
তাতে জীবনটাকে ভোলানো যায় সহজে॥