ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
পার্কের রেলিং-এ বসে যাদের সাথে
আনন্দ, উপহাস, গলাগলি, গালাগালি করতাম,
বুকের নিভৃতে পুঞ্জীভূত মেঘের গল্প
যাদের নির্দ্বিধায় শোনাতে পারতাম,
কিম্বা যাদের অনুসরণ করে
দৌড় দিতে পারতাম দূরস্থ দিক্চক্রবালে,
প্রবেশ করতে পারতাম নির্জন,নিরন্ধ্র অরণ্যে,
নবীন বয়েসের সেইসব অশান্ত সঙ্গীরা
আর কেউ আমার কাছে নেই।
একে একে তারা সরে গেছে দূরে, দূরে;
কাল প্রবাহের অতলে ডুব দিয়েছে চিরতরে।
তাই আমার কোন বন্ধু নেই এখন,
যারা আছে তারা সবাই কাজের লোক-
সবাই বিশেষজ্ঞ, বিচক্ষণ,বহুদর্শী।
তারা কেউ অকর্মণ্য, অদূরদর্শী নয়
সেই ওদের মতন।
অবশ্য অনেক মাইল চলে এসেছি আমিও তো,
এখন মেপে মেপে পা ফেলি এক-দুই-তিন
অন্তঃকরণে আসেনা দুঃসাহসিকতার দাবি
মহার্ঘ বস্তু এড়িয়ে যাই মিতব্যয়ীর মতো।
আসলে আমিও নেই সেই আমি আর
কোন বন্ধুও অবশেষ নেই আমার।