ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
জোছনায় উপুড় চুপুড় গমক্ষেতের মাঝে
সমারূঢ় তুমি
বালিতে গা ধুয়ে ফেরে যে হরিণী
দিনাবসানে
সেও তার মৃগনাভি
খুলে রেখে গেছে এইখানে
তার চেয়ে ভুলে যাই চলো
জীবনবিকার এই রোগময় স্মৃতিমেদুরতা
নদীচরে উলঙ্গ ভাসে
নামহীন বেদনার লাশে
বিস্ফারিত চোখ, মৃত্যু জড়তা...
কার লাশ ওটা? কেই বা ভাসালো?
ব্যর্থ প্রেমিক বা পরাজিত কবি হতে পারে
হতে পারে বিফল নাবিক,যার
অভিমুখ পশ্চিমে ছিল
অথবা সে প্রাসাদ প্রহরী
সঙ্গমশেষে
তুমি যাকে করুণা করোনি
অভিপ্রায় ছিল
ভুলে যাবে ক্ষয়কার্য।সভ্যতার ধ্বংসাবশেষে
তবু তুমি বারে বারে ফেরো
নদীচরে
ঘাইহরিণীর বেশে...