ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
যে গল্পটা শেষ হলো না
তার দায় তোমাকেই নিতে হবে
গল্পের শেষে তুমি অন্যরকম
হতে পারতে- এতদিন যাকে
আমিও ভালো করে চিনতে পারিনি
অসহায় কাপড়ে বোনের রক্ত
ডালিম হাসির আড়ালে চোখের জল
শুধু ভাতের জন্য মিছিল তবু নুন
জোটেনি পাতে - বদল হলো সব-
আমার গল্পটা একই রয়ে গেল!
মেগা সিরিয়াল তো উপন্যাস নয়
তবে কি অভাবেই শেষ হবে গল্প?
আমি তো ভালবাসি আজও বলি
বিশ্বাসে, সব ভুল যদি ভেঙে যায়?
এতটা পথ আসার কি দরকার?
শুধু শিরোনামেই থেকে যেতে পারতে।