ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
শরৎ তুমি এসেছো দ্বারে,
এ বিস্তৃতির মাঝে।
তোমার লাবণ্যের মোহিত স্পর্শে,
প্রাণ খোলা আনন্দে মাতে।
সোনালী সূর্যের লাবণ্য স্পর্শে,
নেশা লাগা আলোর বিচ্যুরিতে।
শারদীয়ার নবীন প্রভাতে,
এসেছো শরৎ প্রাণ খোলা হাসি নিয়ে।
রিমঝিম বৃষ্টির লাবণ্য সুরে,
কচি ধান চারা গাছ মাতে আনন্দে।
বিশ্ব তুমি মেতেছো আজ,
শরতের সু-আগমনে।
জাগিয়েছো প্রাণ বায়ু,
মোহিত লাবণ্যের মিষ্টি সুরে।
চারিদিকে কাশফুল,
রূপের ডালি সাজিয়ে।
শরৎ তুমি এসেছো দ্বারে,
এতো আনন্দ ভরিয়ে।
শরৎ তোমার বিস্তৃতির মাঝে,
দেখেছি সেই রূপ আমার নয়নে।