ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
মাগো এবার দুগ্গা ঠাকুরের
মন্ডপ কত্তো বড়ো!
তবুও তুমি আজও—
ছেঁড়া কাপড় পরো।
সবাই কত সেজে গুজে,
রঙিন জামা গায়ে।
আমাদের ছেড়া জামা,
কেন খালি পায়ে?
আমাদের ঘরে রোজ
চাঁদের কত আলো।
এই কটা দিন রাস্তাঘাট
জমজমাট আর জমকালো।
সবাই মিলে করছে মজা,
খাচ্ছে অনেক কিছু।
আমাদের জিভে জল
খিদে ছাড়ে না পিছু।
অনেক টাকা খরচ হয়,
প্যান্ডেলে আর ঠাকুরে।
আমাদের ভাত জোটে না
পুজোর এই দুপুরে।
আবার এসো পরের বছর
কিনবো নতুন জামা।
ভালো হোক বা মন্দ
হোক না যতই কমা।
সবাই মিলে একসাথে
দেখব অনেক ঠাকুর।
এইটুকু সাধ পূরণে
অর্থ লাগে কি প্রচুর?