ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
দোতলার বারান্দায় ...
ঝোড়ো বাতাস উড়িয়ে দিলো
কত না বলা ইচ্ছাগুলোকে
যে ভাবে পথ বেঁকে গেছে নদীর পাড়ে
আম গাছের ডালে ডালে নতুন পাতা
বট গাছটা বয়সের ভারে মাথা নুইয়ে দাঁড়িয়ে
তোমরা বলো পরাজিত বটগাছ
আমি দেখি এক গর্ভধারিনী মাকে
প্রশ্ন ওঠে
একটা ঘুড়ি বটগাছ আমগাছকে ছাড়িয়ে
আমি শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম।