ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
আমি এক বিশ্বস্ত টহলদারি সাবেকি মানুষ হতে চাই,
ছেলেবেলায় বাবার বলা রোজকার
মেছো ভুতের গল্প বারবার চাই শুনতে-
যে ভুত পুকুর পাড়ের আঁশ শেওড়ার গাছে
ঘুপচি মেরে পা দুলিয়ে থাকতো বসে,
আর সুযোগ পেলেই মাছ আর মাঝিকে একসাথে নিতো গিলে।
খোঁড়াতে খোঁড়াতে অনেকগুলো দূরত্ব-শিলা এসেছি পেরিয়ে,
এর মধ্যে হাজার চারেক মেছো ভুত দেখেছি,
যারা অন্ততঃ চল্লিশ হাজার মাঝি আর চার লক্ষ মাছ পেটে পুরেছে।
অনেক কষ্টে নিস্তার পেয়েছি ওদের নজর থেকে,
কিম্বা দূর থেকে এখনো নজরবন্দী হয়ে আছি।
হাঁটতে হাঁটতে দেহের লবণ জল গেলো শুকিয়ে,
এসে দাঁড়ালাম এক খন্ড পৃথিবীর ধারে।
সে পৃথিবীর টলটলে স্নিগ্ধ জলের গভীরে
নির্ভয়া মাছেরা বাধাহীন কক্ষপথে খেলতে পারে,
আমাকে পাহারা দিতে হবে এই কল্প লোকের পৃথিবীকে।
আমি এক বিশ্বস্ত টহলদারি সাবেকি মানুষ হতে চাই।