ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
উড়াল পাখির দু’ডানায়
ঝিকমিক রৌদ্র দেখলেই
দু’চোখে ভেসে ওঠে রাঙা অশোক
পলাশের দিন;
হলুদ ধানের ক্ষেতে
মৃত পাখির পালক দেখলেই
হৃদয় কাননে জেগে ওঠে মৃত্যু ভয়;
আর তখনই আমি অলৌকিক জোছনায়
আমি ক্ষ্যাপার মতন খুঁজে ফিরি
ভালবাসার আঁতুর ঘর।