ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
স্বপ্নগুলোকে বাঁচানোর জন্য
আমি দেওয়াল তুলে দিয়েছি;
পিরিতের সৌখিনতা বনেদিয়ানা
নীল চোখের কালো আস্তরণ কে
আমি কোনোদিন লাম্পট্য বলে
অনধিকার চর্চা করিনি।
নগ্ন আকাশ সবুজ মাঠ
বিবস্ত্র নদীর ডাক
যারা রোমান্টিকতার লক্ষণ বলে
গণ্য করে, তাদের ভিড়ে ..
আমি কোনোদিনই নাম লেখাইনি।
একটা রঙিন ১৪ই ফেব্রুয়ারি
একটা পাপড়ি মেলা গোলাপ
একটা সাজানো পার্ক কিংবা একটা
থিয়েটারের পাশাপাশি বসা
লোহার চেয়ার যদি প্রেম হয়;
তাহলে সেটা বস্তুগত প্রেমের
উপচে পড়া বিলাসিতা,
যা আমার কোনোদিন ছিলনা।
দু-এক টাকার বাসস্থান যে পকেটে
তাকে সঙ্গী করে—
দীর্ঘ ব্যাবহারিত চপ্পলের শব্দ
যদি তোমাকে বিরক্তি না দেখায়
তবেই তোমার অনুরাগ হয়েছে
সহানুভূতি নয়।