ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ইলশেগুঁড়ি ২৯তম সংখ্যা (শারদীয়া)
ক)
একটি কথা বলব ভেবে জমিয়ে রেখেছিলাম
হয় নি সে সামান্য কথা বলা,
দিনের অসহ্য দহন বিনিদ্র রাতের অবুঝ কথন
সয়ে গেছে মেঘের প্রলেপে বৃষ্টির সংলাপে
কিন্তু ভুলি নি সেই কথা, যদিও পড়ে এসেছে বেলা।
খ)
শত যন্ত্রণায় কুঁকড়ে যেতে যেতেও
যেন স্পন্দিত হয় আমার তৃষিত হৃদয়
মুছে বাতাসের আঁচলে যত অভিমান
অর্থহীন মেনে নিয়ে জয় পরাজয়
প্রার্থনা করি প্রেমিক হোক আমার সন্তপ্ত হৃদয় ।
গ)
কিছু কিছু দৃশ্য ফ্রেম বন্দি করতে পারো তুমি
সমগ্র দৃশ্য থাকে অদৃশ্য,পারবেনা ধরতে এক ফ্রেমে
অথচ চেষ্টা করলে না জানার
ঝড়ের মেঘের সওয়ার হে অহংকারী
তোমার বরাদ্দ হেঁটে বেড়ানোর মাত্র সামান্য কিছু জমি ।
ঘ)
পাখিরা ডানা মেলে মানুষের মনে
সমুদ্র আঁকা হয় গোপনে গহীনে
পাল তোলা জাহাজ সাগরে ভাসে
অপেক্ষায় থাকা কবে ফিরে আসে
সময় কাটে মাকড়শার নিরন্তর জাল বুনে ।
ঙ)
জীবনের কতটুকু পরিক্রমা করা সম্ভব
প্রেমের নির্জন মাদকতাময় বনে
মঞ্চ সফল উপাখ্যানে সে রকম নেই উদাহরণ
ভুবনডাঙ্গার বাতাস তাই বয়ে যায় নিশ্চুপ
সব কথা বলতে নেই বরং থাকা উচিৎ গভীর গোপনে ।