ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
এমনি একটা আলোর দিনে,
হারিয়েছিল বোনটা আমার,
ডাকনাম তার ফুটা,
শ্যামলা কালো রঙটি গায়ের,
মাথায় কতো জটা।
দুপুরবেলা খেতে বসলেই, কোথা থেকে যেন এসে,
বসে পড়ত পাশে।
বলত শুধু "ভাত"
ওইটুকু তার কথা,
চোখটা কালি, হাতটা ধুলো, ঘুমোয়নি কতো রাত।
মা ছিলনা, বাপটা অনাথ ছেলের মতো,
এ গ্রাম ও গ্রাম বেড়াত ঘুরে।
মেয়ের মুখের অন্নটুকু চাই,
বাজত যে তার বাঁশীর সুরে।
কালীপুজোর পটকা ফাটে, রকেট আকাশ ওড়ে,
সেই আলোতে বোনটা আমার খুঁজত মাকে আকাশ জুড়ে।
মেলা বসেছে পুজোর মাঠে, সবাই গেছে হল্লা করে,
লজ্জা নয়ন বোনটা আমার সঙ্গে হাঁটে চুপটি করে।
কখন যে তার ঠান্ডা আঙুল, হল আমার হাতটি ছাড়া,
চারপাশে সব ঝাপসা লাগে, বোনটা কোথায় হল হারা।
ডাকলাম জোরে , ফুটা ফুটা, কেউ দিলনা সাড়া,
খোঁজার মানুষ পাবে কোথা, মাবাপ হীনা ছন্নছাড়া।
সবাই বলে আপদ গেছে, থাকেনা কেন বাপটা কাছে?
আমাকে সবাই সান্ত্বনা দেয় ভাবটা যেন সবি তো আছে।
দুপুর বেলা খেতে বসে আজ আর কেউ বসেনা পাতে,
বোনের মাখা ভাত গুলো সব কুকুররা খায় চেটেপুটে।