ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
চুল্লির মতো পোড়াই নিজেকে
ওদের উষ্ণতার জন্য
একদিন মিশব ধূলিতে
দু ফোঁটা জল ঝরবে
আমাকে ভালবেসে নয়
আর পোড়াতে না পারার শোকে,
সাময়িক বিরতি কদিন
তারপর নতুন সিঁথিতে সিঁদুর তুলবে
ওদের ডান হাতে সিঁদুর
বাম হাতে ডোমের আগুন।
বড়শিতে সিঁদুরের টোপ
পুরুষের পাতা মৃত্যুফাঁদ।