ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
তোমাকে বলিনি কিছুই, অথচ হতচ্ছাড়া যুদ্ধ এসে যায়
প্রচন্ড উত্তাপে শুষে নেয় আমাদের কাঙ্খিত জল।
চোখের কী দোষ বলো, সেভাবেই সাজানো আছে ঘুটি
ছিঁড়ে যায় বিশ্বাস,আমাদের যেটুকু প্রবল সম্বল।
গোপন দরজা খুলে কার্নিসে উঠে পড়ে ধূর্ত সে কাক
অন্ধজন দেখতে পায় কোকিল মেলেছে ওই ডানা।
তোমাকে বলিনি কিছুই ,যেহেতু আলস্যে কেটেছে দিন
মানুষ ভেসে যায়, ডুবে যায়, চোরা স্রোতে একটানা।
আগেও তো দেখেছি কতখানি বিশ্বাসে ধরা থাকে হাত
রাত্রির পথ ধরেও সহজেই পেয়ে গেছি বাড়ির ঠিকানা।
অথচ ধূর্ত কাক মগজে ঢুকিয়ে দেয় নিজস্ব চাতুরী
তোমাকে বলিনি,তবু তুমি এসবের কিছুই জানতে না!
এই যে যুদ্ধ খেলা,এত যে চাতুরী,কিছুই বুঝতে না?তাই!
কিছুই করার নেই!আমাদের কাজ শুধু খেলা দেখাটা