ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
হাজার কলমে ঝরছে আগুন,
শত অক্ষরে ভিজছে চোখ;
না বলা কথা কে মৌন রেখেই-
কলম ধরেছে প্রচুর লোক।
শব্দগুলি যে আকুলি বিকুলি-
আঙ্গুলের কাছে করছে সব,
প্রকাশ পাচ্ছে অনেক আবেগ,
পৃষ্ঠা বলছে, মুখ নীরব;
আমি সেরকমই বোবা নাবিক এক,
বাচাল স্রোতেই ভাসছি রোজ,
লেখনীর কোলাহল এর মাঝেই-
কেবলই করছি প্রাণের খোঁজ।
হে বৃষ্টি ছেলেবেলার মতোই-
পৃষ্ঠা আমার ভিজিয়ে দাও,
শুষ্ক কঠিন শব্দ গুলিকে-
আর্দ্র ভাবে নাইয়ে নাও।
আগুন না হয় কমই ঝরলো,
নাইবা ভিজলো অনেক চোখ,
সকল শব্দ কলম ডগায়-
হাজার ফুলের পাপড়ি হোক!