ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
তমসার বন ফেলে ইচ্ছে হলে চলে যেও মহারৌদ্রের
দিকে। নাহয় রৌদ্রজলে ভিজে কণ্ঠ হবে নমনীয় ঋজু
পুরনো দিনের গান গাবে অর্কেস্ট্রায়। ল্যাদ কেটে যাবে
হয়তো ঘাড়ের কাছে শ্বাস ফেলবে মায়াতমসা...
সপ্তাশ্ব ছোটাবে তখন, টেনো না লাগাম, যদিও
তমসার সঙ্গে এই দুরূহ দূরত্বযাপন লভ্য নয় মোটেই
কোথাও পৌঁছুবে কিনা কতটুকু জানে এই
সকাতর জীবন?
এ আকাশ আকাশ না, অন্য কোনো মূর্ধাগগন
বিন্দু বিন্দু রৌদ্রকণার পুঞ্জমেঘের ভেতর
অভীপ্সার ঘাম মোছে স্বাগতজীবন