ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
তার রিমঝিম শরীরে
আবারও বৃষ্টির ধারা
বন্যা কি হবে?
যদিও কয়েক দিন ধরেই
তার আকাশে মেঘ ঘনিয়ে ছিল
তবু কেউ তা নিয়ে
বিশেষ কিছু ভাবেনি তখন।
অল্প জলের নদী
এখন অনেকটা গভীর
কোন বা৺ক কি রকম হবে,
তার আভাস পাওয়া যাচ্ছে না
শুধু দিগন্তের কাছে
কিছুটা আকাশ এখনও মেঘ মুক্ত...