ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
বৃষ্টিটা এলেই একটা রোগ স্পর্শ করে যেন....
ধমনীতে, শিরায়, শ্বাসে,
বুকের বামপার্শ্বে কি যেন একটা হয়,
যেন হাত ধরো তুমি, যেন অসুখ ছড়ায়,
খুব তাড়াতাড়ি মস্তিষ্কের জটপাকানো জায়গাটা
খালি খালি লাগে,
কিছু নেই যেন অতীত বর্তমান ভবিষ্যৎ....
শুধু এই মুহূর্ত, মুহূর্ত কাল বেঁচে থাকা!!
টুকরো টুকরো করে ছড়িয়ে ছিটিয়ে রাখা আমি...
জড়ো করতে করতে আবার উল্টে পড়ে,
উড়ে যায় বাতাসের তোড়ে,
গুছাতে গুছাতে ক্যালেন্ডার পাল্টায়,
মেঘলা মনখারাপি আকাশটা ডাকে বারবার...
দূরে জলমগ্ন নৌকাটা মনখারাপি নিয়ে দাঁড়িয়ে ঠায়...
তার যাবার জায়গা নেই!!
আমি বসে আছি...যুগ যুগ ধরে যেন...
যাবার জায়গা নেই আমারো,
অসুখটা চাগাড় দিয়ে উঠে বাম অলিন্দে...
বৃষ্টি ভিজিয়ে যায় চোখ মুখ চশমার কাঁচ
ঝাপসা লাগে সব...অসুখ বুঝি এটা!!!
কি জানি আমার আবার অসুখেই বড্ড সুখ বেয়ারা মনটায়!