ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
অতীত আর গৌরবজ্জ্বল নয়, নিঃসঙ্গ
প্রতিটি রক্ত আর ঘামের বিন্দু দিয়ে তিল তিল করে গড়ে তোলা
ভালোবাসার সংসার বৃদ্ধ বাবাকে নির্বাসন দেয় সিঁড়ির নিচে
উত্তরসূরীদের সময় বড় কম, বৃদ্ধ কথা বলার কাঙ্গাল
একদিন উপেক্ষা আর অবহেলায় চুপ করে যান
সে সময়টায় জীবন ছিল ধীর গতিতে
ট্রাম চলতো শহরের সর্পিল পথে পথে
কত প্রেম কাহিনী অভিমান হারিয়ে যাওয়া ফিরে পাওয়া
নানা রঙের গল্প আর কবিতা জন্ম নিত
ট্রামের পরিচ্ছন্ন বসার আসনগুলিতে
তখন সবে হাফপ্যান্ট ছেড়ে উত্তরণ কৈশোরে
পিঠোপিঠি ভাই প্রস্তাব দিল সাইকেলে যাবো শহরে
অনেক কসরত করে হাওড়া ব্রিজ পেরিয়ে
ডালহৌসির সাপের মতো এঁকেবেকে যাওয়া
ট্রামের লাইনে আছাড় খেলাম দুই ভাই
কবির বিখ্যাত আত্মহত্যা গল্প হয়ে থাকবে
উত্তরসূরিরা ট্রামেরও গল্প শুনবে
আর অবাক হয়ে ভাববে কি ধীর যাপন ছিল
আমাদের আগেই হারিয়ে গেল রূপসী ট্রাম
যেমন অনেক আগেই হারিয়েছে মায়াময় গ্রাম
বদল ভালো হোক কি খারাপ...তাকে মেনে নিতে হয়