ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
কৃষ্ণচূড়ার আলিঙ্গনে চাঁদের মুখে হাসি,
লাজুক মুখে ছড়ানো তার ভালবাসার আলো।
রঙিন বাতি দুলছে যেন গাছের ডালে ডালে,
বলল বাতাস, সোহাগি চাঁদ থাকিস রে তুই ভাল।
সুযোগ বুঝে আমরা দুজন ভীষণ চুপিচুপি
পৌঁছে গেলাম তিনতলারই বিশাল ঘেরা ছাদে,
ছাদের কোণায় গাছের ছায়ায় যেই জড়ালাম ওকে,
একটা কোকিল উঠল ডেকে আনন্দ সংবাদে।
নির্জনতার চিত্রপটে জোছনা ছবি আঁকে,
আমরা দুজন শরীর জুড়ে আবির মেখে চলি;
রঙিন খুশি হৃদয় ছুঁয়ে দেহের কাছে আসে
ঠোঁটের ভিতর ঠোঁট ডুবিয়ে আমরা কথা বলি।