ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
উপরোধে পুরোটাই গিলে ফেলেছি।
আমার আমিকে দেখছি তুমি হিসেবে
তোমাতে আমি তো নেই
পেঁদা মাইক, ফুঁকি না রোজ রোজ।
তুমি রক্ত পতাকা বহনকারী. ছদ্মযৌবন
ফানুশে ফানুসে রাঙা কুহক বিপ্লব।
তোমার মত স্বপ্নদাস দলদাস ভাতুয়া প্রবর
ভোট বিপ্লবে মেতে হারালো ডান হাত
ছাল চামড়া ভবিষ্য জীবন।
সেদিন মেঘলা ছিল গ্রামে ছিল দিদা
ঢেঁকি কোটে, অম্বুরি তামাক বানায়
দিদার হাত কুটে ফুটে গেছে বলে
মিথ্যা কিসসা করে ওষুধ যদি বা মিলল
হাত ফিরলো না।
জ্বলন পূড়ণ কমল কিছু
সে জ্বলন দুনিয়াভর
দেখ রে দেখ রে ভোট বিপ্লব
ইউক্রেন আজও যায় জ্বলে।
ঢেঁকি স্বর্গে গেছে
ধান ভানবার গরজ নেইকো আর
খোঁড়াতে খোঁড়াতে তারা শতেক বছর পার।
সাম্যবাদী বলে ঢাক পেটায়
আত্মরতিময় পেইড নিউজ
আলো চাল ভাঙতে ভাঙতে
অচল ঢেঁকির মিথ মিথ্যে হয়
প্রভুজির অলীক ভাষণ বলে, সকলই সচল।