ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
পৃথিবীর যেখানে যতটুকু গিয়েছি, দেখেছি সব জায়গায় একই রকম গাছপালা পশু পাখি মাটি জল আবহাওয়া বৃষ্টি মেঘ আকাশ। শুধু মানুষের ব্যবহার আলাদা আলাদা।
তাই মানুষের সঙ্গে মিশতে নিজেকে বদলাতে হয়। নানান আদব কায়দা শিখতে হয়।
এখন আবার দেশে দেশে সীমানা ভাগ বাটোয়ারা তাই ইচ্ছে পায়ে বেড়িয়ে দিয়ে রাখতে হয়। কিন্তু গাছের সঙ্গে বাতাসের সঙ্গে নিরীহ পশুর সঙ্গে বন্ধুত্ব করতে সময় লাগে না। আর হাসি মুখ ও সরল মনও মানুষের সাথে মানুষের মিলন ঘটায়।
সরল সাদা সিধে মানুষ আমি, যেখানে যাই পাত পেড়ে বসে পড়ি। কোথাও কোন অসুবিধা হয় না। মনে হয় এখানেই আমি অনেক অনেক দিন ছিলাম।
এত বড় পৃথিবী। কতটুকু আর যেতে পারি? কিন্তু যেটুকু যাই, তাতে হয় পৃথিবীর সবটাই ঘুরে আসা হয়ে যায়। পাহাড় চূড়া দাঁড়িয়ে দেখেছি সব একই। খাদের দিকে তাকিয়ে দেখেছি একই ভয় লাগা গভীরতা।
সাগরে গিয়ে দেখেছি সেই একই বালুকাবেলার ঢেউ। উথাল পাথাল। আর সমতল যেন এক ছুটে চলে যাওয়া হাজার হাজার পথ। সবুজ ঘাস। গাছপালা পশু আর সাজানো জীবন।
শুধু মাঝে মাঝে মানুষের সাথে মানুষের মেল বন্ধনে কেমন যেন দূরত্ব তৈরি হয়। তখন মনে হয় পৃথিবী আমার ঘর নয়। এ পৃথিবীর আমি কেউ না। বুকের মধ্যে কেমন যেন এক জড়তা তৈরি নয়।
তখন আকাশ দেখি গাছপালা দেখি সবুজ দেখি মেঘ দেখি পশু পাখি দেখি আর মনে হয় এ পৃথিবী আমার। আমার ঘর দুয়ার। ভালোবাসা। আরো আরো যত বেশি দিন পারি বাঁচব। আমার পৃথিবী। আমার হৃদয় ঘর। আমার পূর্ণ জীবন। ও মানুষ, তোমার পাশে আমিও একজন। হাত বাড়িয়ে হাত ধরে চলো হাঁটি। এত আলো এত বাতাস এত সবুজ ভরপুর প্রাণ আমার পৃথিবী। পৃথিবী আমার ঘর। আমি তার দুয়ার খোলা হৃদয় সর্বত্র। এসো, তুমিও এসে বসো। গল্প করি। গল্প হোক আরও হাজার হাজার বছর।