ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
ছোট্ট খুকি মায়ের পাশে জড়িয়ে মাকে ঘুমোচ্ছে ,
কাল সারারাত - এধার ওধার জ্বরের ঘোরে ঝিমোচ্ছে।
উঠতে হবে সকালবেলায় কিন্তু ওঠার জো-টি নেই -
হাত দুটোকে সরিয়ে দেখি একই দশা ঘুমটি সেই।
সকালবেলায় কত্তামশাই যাবেন তাহার চাকরিতে,
ভাত দু-মুঠো রান্না করি পয়সা শরীর- খালি পেটে।
ওই দ্যাখো না দুর্মুখো কাক সকাল থেকেই কাঁ কাঁ..কা,
দাওয়ার পরেই উঠোনটিতে বুড়ি পিসিমা বলছে- যা!
কাল সারারাত জ্বর ও বমি পেটের মাঝে কিস্যু নেই,
চোখ মুখ সব মিঁইয়ে সাদা দুদিন ধরে যে'ই কে সে'ই!
উঠলে খুঁকি বার্লি সাগু কিংবা চিনি নুনের জল,
ডিম মাছ ও দুধের সাথে খায় যদি সে দু- চার ফল।
অন্তবিহীনর ঢ্যাড়রা পকেট কি'ইবা দিব -বলতে পারো ?
ওষুধ পথ্যি ডাক্তারখানায় ব্লাড টেস্টে খরচা করো।
ঘুমের ঘোরে খুকির পাশে তাই'তো আমি শুয়েই থাকি,
হঠাৎ দেখি -- জ্বর ছাড়ছে কি দয়াময় - কালী মা'কি!