ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
দাদুর হঠাৎ ইচ্ছে হলো বউকে সঙ্গে নিয়ে
দুজনে মিলে ফুচকা খাবে ভিক্টোরিয়ায় গিয়ে -
সেজেগুজে মোবাইল অ্যাপে ডেকে ফেললো ওলা
লাঠি হাতে এগিয়ে চলে - পা দুটো বেশ ফোলা -
বাচ্চাগুলোর পাশে বসে বাড়িয়ে দিলো হাত
সাবধানে বেশ খেতে হবে বাঁধানো যে সব দাঁত -
একটু বেশি ঝাল দিয়েছে - টকটা যে বেশ কম
জলদি জলদি গিলতে গিয়ে ফুরিয়ে আসে দম -
হাসি মুখে খাওয়ার শেষে দাদুর গালে টোকা
দিদা ভাবে বরটা আমার নয় যে গবেট বোকা |