ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
বাচ্চাটাকে বালি নিয়ে খেলতে দেওয়া হোক।
অবসরকে অবসর হিসেবেই
উপভোগ করতে দেওয়া হোক।
ও খুব কিছু বোঝে না।
ও খুব কিছু জানে না।
রোদ শুকনো ঘাসের ওপর দৃঢ় হয়ে নেমে এলে
পড়াশোনা ছেড়ে
ও সরু গলির এক পাশে রাখা বালি
ছেঁড়া বস্তায় তোলে
আর ফেলে।
সামনের চওড়া রাস্তায় ব্যস্ততা চিৎকার করে করে
জানাতে থাকে দিন যাপনে
আয়োজন
প্রয়োজন
স্বার্থ
সাধ
সীমানার কথা।
বাচ্চাটা ভ্রুক্ষেপহীন
পাশের সিরিঙ্গে গাছটার মতন উদাসীন সবুজ শুদ্ধ।
বাচ্চাটাকে বালি নিয়ে খেলতে দেওয়া হোক।
অবসরকে অবসর বলে
উপভোগ করতে দেওয়া হোক।