ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
একটা লাল গোলাপকে বড়ো ভালো লাগে
আর সেটা শুধুই তুমি...
গোলাপটার গা- ভর্তি কাঁটা,
তাকে ধরতে গেলে হাতে ফুটে রক্তারক্তি,
তবু ফুলটা আমার চাই ।
বসে আছি তার দীর্ঘপ্রতীক্ষায়...।
একটাই প্রশ্ন মনে আসে বারবার
সে কি আমায় ভালোবাসে?
যদি উপেক্ষা করে আমায়;
তবু ও আমি ক্ষতবিক্ষত হয়ে
লাল গোলাপটাকে বুকে ধরে রাখব,
আজীবন থাকব তারই অপেক্ষায়।