ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
যাব নতুন শ্বশুরবাড়ি
আহ্লাদে যাই গড়াগড়ি,
শ্বশুরবাড়ি ভারী মজা
মিলবে সদাই খাজা গজা।
নতুন ধুতি চাদর ছড়ি
সুবাস আতর ভুরিভুরি,
সজনীর পানে চেয়ে
বলবো সদাই আছো ছেয়ে।
মাংস, পোলাও, কালিয়া,কোর্মা;
মাছ, পায়েস, পটলের দোরমা ।
খাবো বসে ঠেসে ঠেসে,
শ্বশুর বাড়ির মেঝে বসে।
দই,মিষ্টি,পানের সাজি
আলোর মালা আতশবাজি।
সুখের পরশ লাগবে প্রাণে
খুশির হাওয়া মনের কোণে।