ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
মেঘ ডাকে গুরু গুরু
বৃষ্টি নামার হচ্ছে শুরু
গান ধরে কোলাব্যাঙ
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ,
মাছের ছানার লাফালাফি
বলছে সবাই একি একি
ভীষণ জোরে নামে বৃষ্টি
চার দিকে ঝাপসা দৃষ্টি,
গাছপালা করছে স্নান
বাজ পড়ে খান -খান
ঘরের ভেতর থাকতে হবে
নইলে কিন্তু প্রাণ যাবে।