ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সে ছিল আমার আঁধার রাতের আলো
তাকে দেখে বুঝি লেগেছিল শুধু ভাল
আর কিছু নয়
ছিল সংশয়
চোখ ঠারে মন
সে ছিল আমার পরম রতন
মনেহয় আজ হয়তো গোপনে
ছিল কিছু মনে
প্রকাশের দ্বিধা ঢেকে রেখে ছিল
ভিতরের যত চাপা ব্যাকুলতা
আজ জানি শুধু
রয়েছে সে মনে গভীর গোপনে