ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সঙ্গী আমার বিড়াল ছানা সঙ্গী আমার টিয়ে
দুপুর গুলো বেশ কেটে যায় এদের সাথে নিয়ে ,
সঙ্গী আমার গাছের ছায়া সঙ্গী আমার মাঠ
সঙ্গী আমার বাড়ির পাশের একলা পুকুর ঘাট।
নিঝুম দুপুর গাছের ছায়া পড়ছে এসে জলে
হাঁস গুলো সব আপন মনে সাঁতার কেটে চলে,
ওই যে দূরে ফুল ফুটেছে জংলা ঝোপের ধারে
রংবেরঙের প্রজাপতি আসছে সারে সারে
এমন করেই সময় পেরোয় সময় আছে বাকি
সঙ্গী আমার নিঝুম দুপুর বউ কথা কও পাখি।