ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
সুস্থ সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রসারে লেখক ও পাঠকের মিলিত প্রচেষ্টায় গৌরবের এক দশক
কবিতার পত্রিকা ‘‘কবিতাব্রত’’
চেয়েছি বৃষ্টি হতে, হলাম রুমেল,
ঘন মেঘ যেন আকাশের মিশেল।
রোদ কে বললাম ধীরে ধীরে আয়,
আলো হয়ে বস না গাছের পাতায়।
শীতকে বলেছি আসিস সাঁঝে,
কুয়াশা হয়ে ঝরে পড় না কাঁচে।
তুমি কী হবেনা আমার মতো - তাহলে?
তবে আমি না হয় বদলে যাই অন্য থিমে!
যেখানে থাকবে না কোনো নরম মাটি,
পিঙ্ক,চেরি, ব্লসমের মিলিত লজ্জাবতী।
স্নোফলের সাথে যুক্ত বিশুদ্ধ আলিঙ্গন,
জুড়ে থাকবে দিন রাতের বিশেষ ক্ষণ।
না হয় ভিজবো বৃষ্টির সঙ্গে নন্দন কাননে,
এসো কিন্তু ঐ সোঁদা গন্ধের স্নেহ আকর্ষণে।
রক্তের উষ্ণতা যেন আত্মঅহমিকার নিদর্শন,
বিধ্বংসী প্রলয় যেন মুখোমুখি সত্যের উদাহরণ।